আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল পালিত হবে।
১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন শেষে তিনি দেশে ফিরে আসেন। ওই দিন বিকেল ৪.৩০ মিনিটে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে চড়ে শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন কুর্মিটোলা বিমানবন্দরে পৌঁছান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের বেশিরভাগ সদস্যসহ নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা ভাগ্যক্রমে বিদেশে থাকার কারণে হত্যাকাণ্ড থেকে রক্ষা পান।
১৯৮১ সালের ১৪, ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে, শেখ হাসিনা তার অনুপস্থিতিতে দলীয় সভাপতি নির্বাচিত হন এবং তারপরে তিনি ১৭ মে দেশে ফিরে আসেন।
আমি দেশে ফিরেছি আওয়ামী লীগের নেতা হওয়ার জন্য নয়, জনগণের পাশে থেকে স্বাধীনতা সংগ্রামে অংশ নিতে। এ সময় বিমানবন্দরে প্রায় দেড় লাখ মানুষ হৃদয় ছুঁয়ে যাওয়া অভ্যর্থনা জানান আওয়ামী লীগ সভাপতি।
তিনি আরো বলেন, আমি আপনার বোন হিসেবে, কন্যা হিসেবে এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আপনার পাশে থাকতে চাই।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করবে।
দিবসটি উপলক্ষে মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগোডাতেও বিশেষ দোয়া ও প্রার্থনা করা হবে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।