প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ’আমার ইচ্ছে আছে যে, প্রত্যেকটা বিভাগে একটি করে মেরিন অ্যাকাডেমি চালু হবে। যেখানে আমাদের ছেলে-মেয়েরা শুধু প্রশিক্ষিতই হবে না, দেশে-বিদেশে তাদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হবে এবং আমাদের বেকার সমস্যা দূর হবে।’
আজ রবিবার সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৬ ব্যাচ ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে ক্যাডেটদের দক্ষতা ও সততার সাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। বিশাল সমুদ্রসীমা আমাদের। এ সমুদ্রসীমা অর্জনের জন্য জাতির পিতা আইন করে দিয়েছিলেন সত্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল তারা কেউ সমুদ্রসীমায় আমাদের যে অধিকার আছে এ বিষয়টি কেউ কোনো নজরে আনেনি। তারা কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। ৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরা এ বিষয়ে কার্যক্রম শুরু করি।’
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।