কক্সবাজারের চকরিয়ায় ৫ ভাইয়ের ঘাতক পিকআপ চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। ঘটনার গাড়ির মালিক মাহমুদুলের পরামর্শে তিনি আত্মগোপনে চলে যান। শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটকের পর র্যাবের জিজ্ঞাসাবাদে এসব তথ্য দেয় সে।
শনিবার এক ব্রিফিংয়ে র্যাব জানায়, এ ঘটনায় সড়ক আইনে মামলা হবে।
বাবার শ্রাদ্ধে অংশ নিতে গিয়ে নিজেদেরই ফেরা হবে না, এমনটা তাদের কেউই ভাবেন নি। গত ৮ ফ্রেরুয়ারি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট এলাকায় পিকআপের ধাক্কায় নিহত হন শীল পরিবারের পাঁচ সহোদর অনুপম, নিরুপম, দীপক, চম্পক ও সরণ। আহত হন আরও ৪ সদস্য।
দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ হলেও চালক পালিয়ে যান। নিহতদের ভাই প্লাবন অজ্ঞাত চালককে আসামি করে মঙ্গলবার রাতে থানায় মামলা করেন। তিন দিনের অনুসন্ধানে শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর থেকে চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে গ্রেপ্তার করে র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন জানান, চকরিয়ার বিভিন্ন স্থান থেকে সবজি সংগ্রহের পর এই পিকআপ দিয়ে কক্সবাজার এবং মহেশখালীতে সরবরাহ করা হয়। ঘটনার সময় কুয়াশা ছিল। গাড়িটি চলছিল ৬৫ থেকে ৭০ কিলোমিটার গতিতে। কুয়াশার কারণে তিনি কাউকে দেখতে পাননি। এ কারণে রাস্তা পারাপারের জন্য অপেক্ষায় থাকা ব্যক্তিদের ওপর গাড়ি তুলে দেন। শেষ মুহূর্তে তিনি ব্রেক চেপেছিলেন। কিন্তু চাপা দেয়ার পর ৫০ থেকে ১০০ ফুট দূরে গিয়ে গাড়িটি ব্রেক করতে পেরেছিলেন।
র্যাব জানায়, ঘটনার পর মালিকের পরামর্শে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকার চেষ্টা করে সাইফুল। মঙ্গলবার ভোরে মহাসড়কে ঘন কুয়াশার মধ্যে বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় এ দুর্ঘটনার ঘটে।
গাড়িটিসহ চালকের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাব। ঘটনার দিন পিকআপে থাকা মালিকের ছেলে এবং মালিককেও গ্রেপ্তারে অভিযান চলছে।
র্যাব আরো জানায়, ওই চালক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাড়ি চালিয়েছিলেন। সর্বশেষ তিনি পিকআপটি সাত দিন ধরে চালাচ্ছিলেন। এতে তিনি দৈনিক ৫০০ টাকা মজুরি পেতেন। ২০১৬ সালে মাহমুদুল নামে এক ব্যক্তি এই পিকআপটি ক্রয় করেন। মালিক মাহমুদুল এবং মালিকের ছেলে তারেক পলাতক।
গত ৩০ জানুয়ারি মারা যান কক্সবাজারের চকরিয়ার সুরেশ চন্দ্র সুশীল। গত মঙ্গলবার তার শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। ধর্মীয় আচার শেষে স্থানীয় একটি মন্দির থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন সুরেশ চন্দ্রের পাঁচ ছেলে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা অংশের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।