সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওসি প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীকে চট্টগ্রাম থেকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
বুধবার রাতে কড়া নিরাপত্তায় একটি প্রিজনভ্যানে করে কাশিমপুর কারাগারে আনা হয়।
হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো.গিয়াস উদ্দিন সমকালকে এই তথ্য জানিয়েছেন।
মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতকে গত ৩১ জানুয়ারি মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। আদালতের ওই রায়ে ৬ জনের যাবজ্জীবন ও ৭জনের বেকসুর খালাস দেওয়া হয়।
গত ৫ ফেব্রুয়ারি কক্সবাজার কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকে আনা হয় চট্টগ্রাম কারাগারে। সেখান থেকে বুধবার রাতে আনা হয় কাশিমপুর কেন্দ্রীয় করাগারে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।