২ লক্ষ টাকা নিয়ে উধাও প্রতারক জাহিদ হোসেন । গত ১৪/০৯/২০২১ইং এ ঘটনায় পাহারতলী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো: আহদুল ইসলাম । ঘটনাটি ঘটেছে পাহারতলী চট্রগ্রামে।
অভিযোগ ও ভুক্তভোগী মো: আহদুল ইসলাম সুত্রে জানা গেছে, আহদুল ইসলাম (৩৩) ও তার বন্ধু মো: জাহিদ হোসেন (৩৪) ব্যবসায়ী কাজে প্যান্ট কিনার উদ্দেশ্যে চট্রগ্রামের পাহারতলী য়ায় । সেখানে একটি রেস্টুরেন্ট নাস্তায় করে , নাস্তা শেষে জাহিদ হোসেন সিগারেট খাবে বলে বাহিরে যায় । অদ্যবদি তাহার আর কোন সন্ধান পাওয়া যাছে না । মো: জাহিদ হোসেন কাছে ব্যবসায়ীক ২ লক্ষ টাকা ছিল ।
প্রতারক জাহিদ হোসেনের নাম্বার ০১৮১০০৪০৪৮৮/০১৯১৭৭১৭৭২৭ ।