ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোনাখোলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা সমমূল্যের নকল প্যারাসুট নারিকেল তেল এবং কুমারিকা হেয়ার অয়েল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলার ডায়মন্ড মেলামাইন ফ্যাক্টরি এলাকায় এ অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল।
অভিযানকালে কারখানার মালিককে পাওয়া যায়নি। তবে কারখানায় কর্মরত শ্রমিকদের আটক করা গেলেও সবাই শিশু শ্রমিক হওয়ায় মানবিক বিবেচনায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার কোনাখোলা এলাকার ডায়মন্ড মেলামাইন ফ্যাক্টরির কাছে দীর্ঘদিন যাবত কিছু দুষ্কৃতিকারী দেশের প্রসিদ্ধ ব্রান্ড প্যারাস্যুট নারকেল তেল ও কুমারিকা হেয়ার অয়েলের নকল কারখানা করে তা বাজারজাত করছে। পরে পুলিশ ও প্যারাসুট বিপণন কর্মকর্তাদের সহায়তায় তা ধ্বংস করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।