বড় ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিয়েছি কাদের মির্জা
দৈনিক সময়ের সংবাদ অনলাইন
আপডেট :
বুধবার, ২৮ জুলাই, ২০২১
৪০৩
দেখা হয়েছে
চিকিৎসার জন্য বুধবার (২৮ জুলাই) ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা। নিউইয়র্ক যাওয়ার পূর্বে নিজ বড় ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নেন তিনি।
মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় ধানমন্ডি এলাকায় অবস্থিত ওবায়দুল কাদেরের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন কাদের মির্জা।
জানা গেছে, বুধবার ভোর ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন তিনি। শরীরে টিউমারসহ নানা সমস্যা নিয়ে ফলোআপ চেকআপ করানোর জন্য গত ১০ মার্চ তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল। তবে কোম্পানীগঞ্জের রাজনৈতিক পরিস্থিতির কারণে সে সময় যাওয়া হয়নি। তার ছেলে মির্জা মাশরুর কাদের ওরফে তাশিক মির্জা কাদের ও যুক্তরাষ্ট্র প্রবাসী আইয়ুব আলী সঙ্গে যাচ্ছেন।
এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি লেখেন, চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিয়েছি। সাক্ষাতে কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল করার লক্ষ্যে আলোচনা হয়। সবাই ধৈর্যবান হয়ে শান্তির লক্ষ্যে কাজ করুন। শান্তি প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে সহযোগিতা করুন।
এর আগে আজ বেলা ১১টার দিকে আবদুল কাদের মির্জা নিজ বাড়িতে বাবা-মায়ের কবর জিয়ারত করে কোম্পানীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।