নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে তামিম নামে ১৮ মাসের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
১৪ জুলাই সকাল নয়টার দিকে শিশুটির নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
তামিম উপজেলার চন্ডিপাশা ইউপির চামারুল্লাহ গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৯ নয়টার দিকে ঘরের প্রয়োজনীয় কাজ করছিল তার মা।পরিবারের সকলের অগোচরেই বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন।
হাসপাতালে কর্মরত চিকিৎসক জানান,হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে। আমরা তাকে মৃত পেয়েছি।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, এই বিষয়ে আমাদের কেউ অবহিত করে নি।
