করোনাভাইরাসের সংক্রমণের কারণে কোরবানির পশু অনলাইনে ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ রোধে সরকার সারাদেশে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। তাই খামারি ও ক্রেতাদের কোরবানির পশু অনলাইনে ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানানো হয়। এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বলেন, সারাদেশে পশু বিক্রির জন্য অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। যেহেতু করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাই এর রোধকল্পে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনলাইনে পশু ক্রয়-বিক্রির জন্য উৎসাহিত করতে এই অনুরোধ জানানো হয়।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।