টিকা নিয়ে চীনের সঙ্গে সম্পর্কের কোনো ঘাটতি হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এখানে বাংলাদেশ ও চীন সরকার শুধুই ফ্যাসিলেটেড। টিকা তো সরবরাহ করবে বেসরকারি সংস্থা। আজ রবিবার (৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন বলেন, আমাদের টিকা দরকার। বাংলাদেশ ও চীন সরকার কূটনৈতিকভাবে আলোচনা করে সম্মত হয়েছে যে, চীন আমাদের টিকা দেবে। তবে টিকা দেবে বেসরকারি সংস্থা। বেসরকারি কম্পানি কী করে না করে সেটা তাদের সিদ্ধান্ত। তবে সেটা নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে যৌথ উৎপাদন ও টিকা কেনার উভয় বিষয়ে চুক্তি হবে। আমরা লাইনঘাট করে দিয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয় এটা ভালো বলতে পারবে। ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমরা টিকা পাবো। আগামীকাল যুক্তরাষ্ট্র থেকে একটি কভিড প্রতিরোধ সহায়তা চালান আসছে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।