মৌলবীবাজার কমলগঞ্জ উপজেলার মহাজেরাবাদ রাস্তাটি খুলে দেওয়ার দাবী জানাইয়াদে, হোসেনবাদ, জঙ্গল বাড়ী হাপঁড়াছড়া বিলাসছগা,৬নং পুন্জি , ১২নং পুন্জি, সহ১০/১২টি গ্রামের জন সাধারন ।এই রাস্তাটি প্রায় ৫০/৬০ বছর পযন্ত খোলা ছিল ।
এই রাস্তাদিয়ে ব্যবসায়ীরা আনারস,লেবু,কাঁঠালসহ বিভিন্ন কাচাঁমাল আনা নেওয়া করতেন এবং অর্থকারী ফসল বাজারজত করতেন । বহু লোক যাতায়ত করতেন । অর্থকারী ফসল এর জন্য সরকার প্রচুর টাকা রাজস্ব পেতেন । কিন্তু নন্দরানী চা বাগানটি বিক্রয় হয়ে যাওয়ার পর ক্রয় করা কমলঞ্জ উপজেলা বাগান মালিক রাস্তাটি বন্ধ করে দিয়েছে । বিপাকে পড়েছে বহু জনগন ও ব্যবসায়ীরা । রাস্তাটি বন্ধ থাকলে কাঁচামাল অর্থকারী ফসল থেকে যে রাজস্ব আসতো তাহা থেকে সরকার বঞ্চিত হবে এবং জনগন এর যাতায়াতের অসুবিধা হবে এলাকাবাসী অসুবিধা হবে । তাই এলাকাবাসী রাস্তাটির জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন ।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।