সরকার বিধিনিষেধ তুলে নেওয়ায় আজ ভোর থেকেই দুই সিটে একজন যাত্রী নিয়ে এবং স্বাস্থ্য বিধি মানার অন্যান্য শর্তগুলো মেনেই দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। কিন্তু দূরপাল্লার বাস চলাচলের প্রথম দিনে কোথাও যাত্রীর চাপ নেই। এদিকে বাস চলাচল শুরু হওয়ায় পরিবহন শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সরকারের সিদ্ধান্তে তারা খুশি হয়েছেন বলে জানান।
আজ ভোর থেকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে কর্মচাঞ্চল্য শুরু হয়। সব পরিবহনের কাউন্টারগুলি খুলে যায় এবং শুরু হয় টিকিট বিক্রি। কিন্তু ভোর থেকেই যাত্রীর চাপ কম রয়েছে। বাস কাউন্টারের লোকজন যাত্রীদের অপেক্ষায় হাকডাক করেছেন। কিন্তু তারা যাত্রী পাচ্ছিলেন না। এই অবস্থায় স্বল্পসংখ্যক যাত্রী নিয়ে ফরিদপুর, যশোর, খুলনা সহ বিভিন্ন রুটে বাস ছেড়ে গেছে। স্বাস্থ্যবিধি মেনে এবং ২ সিটে ১ জন যাত্রী নিয়ে বাসগুলো ছেড়ে গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। বেলা সাড়ে ১১ টার দিকে গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের আনাগোনা কিছুটা বাড়ে।