প্রিয়জনের সঙ্গে
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিন দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, সকাল থেকে কোনো বিড়ম্বনা ছাড়াই ফেরিতে নির্বিঘ্নে পদ্মা নদী পাড়ি দিচ্ছে শত শত যাত্রী ও যানবাহন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সাধারণ যাত্রীদের চাপ। নৌরুটে চলাচলকারী ১৬টি ফেরি চালু থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী কোনো যানবাহনকে দীর্ঘ সারিতে আটকে থাকতে হচ্ছে না।
অন্যদিকে এখনও রাজধানী থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মত। যাত্রীরা দুর্ভোগ ছাড়া ফেরির নাগাল পেলেও তাদের মধ্যে নেই কোনো স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব মানছে না কেউ। একে অপরের সঙ্গে গাদাগাদি করেই ফেরিতে পারাপার হচ্ছে যাত্রীরা।
ফরিদপুর থেকে ঢাকাগামী পোষাক কারখানায় কর্মরত আফজাল হোসেন জানান, ঈদের আগে বাড়িতে আসার সময় নিজস্ব মোটরসাইকেল নিয়ে আসতেও প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে ফেরার সময় অনেকটা সাচ্ছন্দ্যে কর্মস্থলে যেতে পারছি। অন্যান্য বছর ফিরতি পথে যে দুর্ভোগ পোহাতে হয় এবার সেটা হচ্ছে না।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।