বিশ্বে একদিনে করোনায় আরো ১৬ হাজারের বেশি প্রাণহানি হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন পৌনে ৬ লাখ মানুষ। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত ২২ লাখ ছাড়িয়েছে, মোট আক্রান্ত ১০ কোটি ১৯ লাখের বেশি।
এরমধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৯০০ মানুষ মারা গেছে, শনাক্ত ১ লাখ ৪৫ হাজার রোগী। এরিজোনা রাজ্যে বেড়েছে বিস্তার।
বৃহস্পতিবার দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে। মারা গেছে ১ হাজার ৬২৩ জন। ব্রাজিলে আবারো বেড়েছে করোনার বিস্তার। একদিনে সেখানে ১৪শ মানুষ মারা গেছে। আর ভাইরাস পাওয়া গেছে ৬০ হাজারের দেহে। যুক্তরাজ্যে একদিনে ১,২৩৯ জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ২৮ হাজার।
সংক্রমণ বাড়ায় ফেব্রুয়ারির ১৪ তারিখ পর্যন্ত বিধিনিষেধ জারি রাখবে পোল্যান্ড সরকার। এছাড়াও পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে করোনায় আরোপিত বিধিনিষেধ জারি রাখবে ডেনমার্ক সরকার। স্পেনে ৩৫ হাজার, ফ্রান্সে ২৩ হাজার এবং জার্মানিতে ১৫ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।