মানব পাচার, অর্থ পাচার ও ভিসা জালিয়াতির অভিযোগে কুয়েতে গ্রেপ্তার হওয়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এই রায় ঘোষণা করেন কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান।
কুয়েতের প্রভাবশালী গণমাধ্যম আল কাবাসের খবরে বলা হয়েছে, ৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে পাপুলকে।
২০২০ সালের ৭ জুন এমপি পাপুলকে কুয়েতে গ্রেপ্তার করা হয়। দেশটির অপরাধ তদন্ত বিভাগের হাতে প্রয়োজনীয় প্রমাণ থাকার পরও প্রথমে পাপুল দোষ স্বীকার করেননি। পরে রিমান্ডে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ এবং ভুক্তভোগীদের তার সামনে হাজির করা হলে দেশটির সিআইডির কাছে অপরাধ স্বীকার করে নেন লক্ষ্মীপুর-২ আসনের এই এমপি।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।