ভেড়ামারা পৌরসভা নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বিষয়ে হাইকোর্টের তলবে হাজির হয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার। সোমবার (২৫ জানুয়ারি) সকালে হাইকোর্ট প্রাঙ্গণে স্বশরীরে উপস্থিত হন এসপি এসএম তানভীর আরাফাত।
আদালত অবমাননার অভিযোগ বিষয়ে অনুতপ্ত হয়ে রোববার নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। আবেদনে তিনি বলেছেন, তিনি ম্যাজিস্ট্রেটকে চিনতে পারেননি। তাই এমন অনিচ্ছাকৃত ভুল হয়েছে।
ভবিষ্যতে তিনি দায়িত্ব পালনে আরও সতর্ক হবেন। এ ধরনের ভুল আর হবে না বলেও জানান তিনি।
