অবশেষে নির্ধারিত হয়েছে ২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলার ভবিষ্যৎ। ভার্চুয়াল নয়, সোহরাওয়ার্দী উদ্যানেই ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের বইমেলা।
চ্যানেল টুয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে ভাষার মাস ফেব্রুয়ারিতে শুরু করা যাচ্ছে না বইমেলা। তবে ১৮ মার্চ থেকে বইমেলার বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে।
তবে তিনি বলেন, মেলা ঠিক কতদিন চলবে তা এখনো নিশ্চিত নয়। প্রকাশকদের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
