ভারতের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট থেকে উৎপাদিত যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের আরো ৫০ লাখ ডোজ আগামীকাল সোমবার দেশে আসছে।
রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ইতোমধ্যে ভারত থেকে আমরা ২০ লাখ ভ্যাকসিন উপহার হিসেবে পেয়েছি। আগামীকাল সোমবার আরো ৫০ লাখ ভ্যাকসিন ডোজ দেশে এসে পৌঁছাবে বলে আশা করছি। সে জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে।
আগামী ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সের শরীরে প্রয়োগের মাধ্যমে ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন।
এর আগে গত ২০ জানুয়ারি দুর্যোগে চিকিৎসা সহায়তা হিসেবে ভারত সরকার বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন উপহার দিয়েছে।
বাংলাদেশ সরকারিভাবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের তিন কোটি ডোজ কিনছে। সেটির প্রথম চালান আগামীকাল আসবে। পর্যায়ক্রমে বাকিগুলোও আসবে বলে জানান মন্ত্রী।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।