আজ রবিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীবাংলাদেশের চলচ্চিত্র শিল্প নষ্ট হয়ে যাক-সেটা সরকার কখনো চায় না: প্রধানমন্ত্রী আহ্বান জানান। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও আমরা গুরত্ব দিচ্ছি কারণ ডিজিটাল যুগ। এটা শুধু আমার দেশে না, আমাদের চলচ্চিত্র যেন বাইরেও যেতে পারে সে ব্যবস্থা আমরা করতে পারি।
প্রধানমন্ত্রী বলেন, রেখেই শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণ করা, তার মধ্যে দিয়ে তাদের শিক্ষনীয় বিষয়গুলো প্রতিফলিত করা, এটাও কিন্তু আমাদের করতে হবে। সিনেমাগুলো সেইভাবেই তৈরি করতে হবে, যেন পরিবার পরিজন নিয়ে দেখতে পারে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্প নষ্ট হয়ে যাক- সেটা সরকার কখনো চায় না। এক সময় টেলিভিশন যুগের আবির্ভাবে সিনেমা শিল্প থমকে গেলেও এখন আবার সিনেমার যুগ ফিরে এসেছে। হলেও আমাদের দর্শকদের টানতে হবে। আর দর্শক যাতে আসে, তার ব্যবস্থা করতে হবে।