ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘সাঈদ খোকনের নামে মানহানির মামলার যে আবেদন হয়েছে, তা অতি উৎসাহী কিছু ব্যক্তির কাজ। এর সঙ্গে আমি সম্পৃক্ত নই। আশা করছি, আবেদনকারীরা মামলার আবেদন প্রত্যাহার করে নেবেন।’
গতকাল নগর ভবনে সাকরাইন (ঘুড়ি উৎসব) নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র এই মন্তব্য করেন। সাঈদ খোকনের সঙ্গে বাগযুদ্ধ প্রসঙ্গে তাপস বলেন, ‘এটা আসলে হাস্যকর হয়ে গেছে। এ নিয়ে কথা বলা সমীচীন নয়। কারণ আমি একটি দায়িত্বশীল পদে রয়েছি। অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন। দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিকে নিয়ে নানা মন্তব্য আসতে পারে। সব মন্তব্য তো আর গুরুত্ব বহন করে না। সেটার পরিপ্রেক্ষিতে মন্তব্য করাও সমীচীন নয়।’
‘মতপার্থক্য দূর হয়ে যাবে’
শেখ ফজলে নূর তাপস ও সাঈদ খোকনের মতপার্থক্য সময়ের ব্যবধানে নিরসন হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশা ব্যক্ত করেন তিনি। মন্ত্রী বলেন, ‘মামলা হোক, তা শেখ ফজলে নূর তাপস চাননি বলে জানতে পেরেছি এবং মামলা প্রত্যাহার করবেন বলে সংবাদ পেয়েছি।’
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।