FILE PHOTO: A combination picture shows U.S. President Donald Trump and Democratic presidential nominee Joe Biden speaking during the first 2020 presidential campaign debate in Cleveland, Ohio, U.S., September 29, 2020. Picture taken September 29, 2020. REUTERS/Brian Snyder/File Photo

সব দিক থেকেই প্রাথমিক ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। ভোট এবং ইলেক্টোরালে বুড়ো বাইডেনের বেশ দাপট দেখছে বিশ্ববাসী। ইতিমধ্যে তার দল ডেমোক্র্যাট জয়ের পথে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের তথ্য মতে, পপুলার ভোটের ফলাফলে এখন পর্যন্ত ৪৯ দশমিক ৯ শতাংশ পেয়েছেন বাইডেন। তার কাছাকাছি ৪৮ দশমিক ৮ শতাংশ পেয়েছেন ট্রাম্প ।
মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৫৩৮টি। এর মধ্যে ২৭০টি ভোট পেলে নির্বাচিত হবেন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট।
ইলেক্টোরাল ভোটে প্রাথমিক ফলাফলে ট্রাম্প পেয়েছেন ২১৩টি।
টেনিস (১১)
অ্যালাবামা (৯)
আরাকানসাস (৬)
ফ্লোরিডা (২৯)
ইন্ডিয়ানা (১১)
কানসাস (৬)
কেন্টাকি (৮)
লুইজিয়ানা (৮)
মিসিসিপি (৬)
মিজৌরি (১০)
নেব্রাস্কা (৫)
নর্থ ডাকোটা (৩)
ওকলাহোমা (৭)
সাউথ ক্যারোলাইনা (৯)
সাউথ ডাকোটা (৩)
টেনেসি (১১)
উইট্যাহ (৬)
ওয়েস্ট ভার্জিনিয়া (৫)
ওয়েমিং (৩)
ইধাও (৪)
আইওয়া (৬)
মনটানা (৩)
ওহাইয়ো (১৮)
টেক্সাস (৩৮)
বাইডেনের দখলে ২৩৮টি ইলেক্টোরাল ভোট।
অ্যারিজোনা (১১)
নিউ মেক্সিকো (৫)
নেভারাস্কা -২ (১)
ক্যালিফোর্নিয়া (৫৫)
কলোরাডো (৯)
কানেকটিকাট (৭)
ডেলওয়ার (৩)
ডিসট্রিক্ট অব কলম্বিয়া (৩)
ইলিনয় (২০)
ম্যারিল্যান্ড (১০)
ম্যাসাচুসেটস (১১)
নিউ হ্যাম্পশায়ার (৪)
নিউ জার্সি (১৪)
নিউইয়র্ক (২৯)
ওরেগন (৭)
রোডি আইল্যান্ড (৪)
ভারমন্ট (৩)
ভার্জিনিয়া (১৩)
ওয়াশিংটন (১২)
হাওয়াই (৪)
মিনেসোটা (১০)
নিউ মেক্সিকো (৫)
