প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে মা ইলিশ ধরার মহা উৎসব ।মেহেন্দীগঞ্জের চানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রাস্তার মাথায় ফিরুজ ঢালীর মাছ ঘাট এলাকায় নব কৌশলে চলছে মা ইলিশ ধরার মহা উৎসব প্রতি দিন মনে মনে মা ইলিশ ধরছে জেলেরা বিকাল ৪ টার সময় আন্তর্জাতিক সামাজিক মানবাধিকার সংবাদ সংস্থার সহ সভাপতি জনাব হুমায়ুন কবির সহ ঐ মাছ ঘাটে যাই আমাদের উপস্থিতি চের পেয়ে জেলারা সরে সাধারণ পাবলিক বনে যায় আর কিছু জেলেরা দ্রুত নৌকা চালিয়ে নদীর গিয়ে জাল টেনে পালিয়ে যায়। স্থানীয় লোকের তথ্য অনুযায়ী নদীর পাড়ে নামেন মানবাধিকার সহ সভাপতি এবং কয়েকটি লাঠির মাথায় জাল বট দেখতে পাই আমরা নব কৌশল হচ্ছে জেলেরা জাল ছেড়ে লাটিতে বাদিয়া নৌকা দুরে সরাইয়া রাখে আবার জালটানার সময় হলে নৌকা নিয়া আসে তারা। তারপর ফিরুজ ঢালীকে আমরা বাগানের ভিতরে দেখে আমরা জিঙ্গাসা করিলে সে দায় ছাড়া উওর দিয়ে হাটতে থাকে। নাম প্রকাশ না করা শর্তে কয়েক জন এলাকা বাসী জানান মা ইলিশ ধরার নেতৃত্বে ফিরুজ ঢালী। অন্যান্য ঘাটের জেলে ধরাখেলও এই ঘটে নব কৌশলের কারনে জেলেরা ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছে। আমরা উপজেলা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি আপানাদের সু নজরে মা ইলিশ ধরা থেকে রক্ষা পাবে।