সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে (১৪ অক্টোবর) ইলিশ মাছ ধরা, বিক্রি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন এই নিষেধাজ্ঞা থাকবে।
জানা গেছে, বিষয়টি নিয়ে মৎস্য বিভাগ ইতোমধ্যে জেলে পরিবার এবং মৎস্য ব্যবসায়ীদের মধ্যে সভা, সমাবেশ ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন করেছে।
মৎস্য বিভাগ আগেই জানিয়েছে, দেশের উপকূলীয় জেলাসমূহ এবং দক্ষিণাঞ্চল মিলে মোট ৩৬টি জেলায় ইলিশ মাছ ধরা, বিক্রি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা থাকবে।
প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার গত ১০ বছর ধরে মা ইলিশ রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করে আসছে। এর ফলে সাম্প্রতিক সময়ে দেশের জাতীয় এ মাছটির উৎপাদনও বেড়েছে। চলতি বছর যে ইলিশ উৎপাদন হয়েছে, তা বিশ্বের মোট উৎপাদনের ৮০ শতাংশ বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
এর আগে সাগরে ইলিশ ধরার ক্ষেত্রে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৩ জুলাই। পাশাপাশি নদীতে মাছ ধরা, বিক্রি, সংরক্ষণ ও পরিবহনের ওপর চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা ইলিশের উৎপাদন আরো বাড়াতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।
জানা যায়, গত বছর ইলিশ উৎপাদন হয়েছিল ৫ লাখ ৩৩ হাজার টন। চলতি বছর তা সাড়ে ৫ লাখ টনেরও বেশি হবে বলে মনে করা হচ্ছে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।