মানিকগঞ্জ শিবালয়ে মাস ব্যাপি মুজিব শতবর্ষ ই- সেবা ক্যাম্পেইন ২০২০ এর শুভ উদ্বোধন করেন বি,এম,রুহুল আমিন রিমন
মাস ব্যাপি “ মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন-২০২০ এর শুভ উদ্ভোধন।
গণপ্রতাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাছিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ বিশেষ সারাদেশের সকল ইউয়িন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনে “গ্রাম হবে শহর“ বাস্তবায়নের লক্ষে একসেস টু ইনফরমেশন (A2i), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ “বাড়ছে সেবার বহর গ্রাম হবে শহর“ স্লো গানকে সামনে রেখে এবং ডিজিটাল সেন্টার“ এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনের জন্য সারা দেশে মুজিব শর্তবর্ষকে স্বরনীয় করে রাখতে সরকারী ও বেসরকারি ই-সেবা সম্পর্কে ব্যাপক প্রচার প্রচারনা ও জনগনকে অবহিত করার জন্য এই ব্যতিক্রম মর্ধী উদ্যোগ গ্রহন করেছে। জনগ্রনের কষ্ট ও দুর্ভোগ লাঘবের লক্ষে নিকটস্থ ডিজিটাল সেন্টার হতে বিভিন্ন ই-সেবা গ্রহন করতে পারবেন যেমন:- বিমান টিকেট, ই-চালানের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স, ই-পাসপোর্ট, ই-নামজারী, ই-পর্চা, অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধ আবেদন, রেমিটেন্স গ্রহন, ব্যাংকি লেনদেন, ই-টিকেটিং অনলইনে পন্য কেনা বেচা সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন ডিজিটাল আয়োজনে ব্যপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে দেশ সেরা ও বিভাগীয় ব্যান্ড এম্বাসেডর, (A2i), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সৈয়দেএনায়েত করিম টিটু, উদ্যোক্তা মহাদেবপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, এর সঞ্চালনায় “মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন-২০২০“ মাস ব্যাপি ই-সেবা পরিচালনা ও দিনটিকে স্বরনীয় করে রাখার লক্ষে কেক কেটে ১১ অক্টোবর,২০২০ বেলা ১০ ঘটিকায় শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি,এম, রুহুল আমিন রিমন। এছাড়ও শুভ উদ্ভোধন অনুষ্ঠানে ইউনিয়নের ইউপি সদস্য সহ এলাকার গন্যামন্য ব্যক্তিবর্গ ও উপজেলার সকল ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপত্বি করেন শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ মোহাম্মদ মাহমুদুল আমিন ডিউক আবু জাহিদ মোহাম্মদ মাহমুদুল আমিন ডিউক।