রাজধানীর কামরাঙ্গীরচরে বাদশা মিয়া স্কুলের পাশে সিরাজ নামের এক সহকর্মীর ছুরিকাঘাতে শয়ন নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ।
নিহত শয়নের মা শেফালী বেগম বলেন, আমার ছেলে কামরাঙ্গীরচর হাসান নগর আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র। লেখাপড়ার পাশাপাশি সে আপন বুটিক নামের একটি কারখানায় ১৫ দিন ধরে শিক্ষানবিশ হিসেবে বিনা টাকায় কাজ করছিল। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই কারখানায় তার সহকর্মী সিরাজ নামের এক ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিরাজ তাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। খবর পেয়ে আমরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রেখেছে।
নিহত শয়ন শেরপুরের শ্রীবর্দি উপজেলার বাইডাঙ্গা গ্রামের বিপুল আহম্মেদের ছেলে। তিনি তার পরিবারের সাথে কামরাঙ্গীরচরের মুন্সীহাটি বাদশা মিয়া স্কুলের পাশে থাকতেন। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার বাবা পেশায় একজন গাড়িচালক।
এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঢাকা টাইমসকে জানান, নিহত শয়ন ও সিরাজ দুই বন্ধু। তারা একসঙ্গে আপন বুটিক নামের একটি কারখানায় কাজ করত। আজকে সন্ধ্যায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে শয়ন সিরাজকে ধাক্কা মারে। পরে সিরাজ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তার মৃত্যু হয়।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।