তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ধর্ষণের মতো ঘটনায় জড়িতদের কঠোর হস্তে দমন করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, দুষ্কৃতকারী যে পরিচয়ই ব্যবহার করার চেষ্টা করুক, যত পরিচয়ই থাকুক না কেন, রেহাই পাবে না।
গতকাল সোমবার সচিবালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। খুন-ধর্ষণের বিষয়ে বিএনপি নেতাদের প্রতিক্রিয়ার জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনা আগে ঘটেনি, তা কিন্তু নয়। আগেও ঘটত। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমের এত ব্যাপকতা ছিল না। ফলে এ ঘটনাগুলো আড়ালে থেকে যেত। এখন বেশির ভাগ ঘটনা আড়ালে থাকে না। সব ঘটনাই প্রকাশ্যে আসে, এ বিষয়টি ভালো।’
তথ্যমন্ত্রী বলেন, ‘২০০১ সালের পর শিশু এবং অন্তঃসত্ত্বা নারীকেও ধর্ষণ করা হয়েছে। নৌকায় ভোট দেওয়ার অপরাধে পুরো গ্রাম অবরুদ্ধ করে নারীদের ধর্ষণ করা হয়েছে। সেই দুঃসহ স্মৃতি এখনো অনেকে বয়ে বেড়াচ্ছে। যারা এসব অপকর্মের সঙ্গে দলীয়ভাবে জড়িত, তাদের এ নিয়ে কথা বলার নৈতিক অধিকার কতটুকু আছে, সেটি বড় প্রশ্ন।’
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।