
পবিত্র ওমরা পালনের জন্য মক্কার পবিত্র কাবা শরীফ খুলে দেয়া হয়েছে। তবে আপাতত শুধু সৌদি আরবের স্থানীয় নাগরিকরাই এই সুযোগ পাচ্ছেন। আর অন্যান্য দেশের নাগরিকদের জন্য আগামী ১ নভেম্বর থেকে উন্মুক্ত করে দেয়া হবে।
কঠোর স্বাস্থ্যবিধি মেনে পবিত্র মসজিদ কাবা শরীফে ইবাদাতরত মুসল্লিরা
দেশটির হজ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ১ নভেম্বর থেকে বিশ্বের সকল মুসলমানদের জন্য পবিত্র কাবা শরীফ খুলে দেয়া হবে। তখন দৈনিক ২০ হাজার মুসল্লি সেখানে প্রবেশের অনুমতি পাবেন। এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আগে থেকেই প্রবেশের অনুমতি এবং সময় জেনে নিতে হবে।
এদিকে, গত ৪ অক্টোবর থেকেই পবিত্র ওমরা পালনের অনুমিত দিয়েছে সৌদি সরকার। এখন শুধু দেশটির স্থানীয় মুসল্লিরাই এই সুযোগ পাচ্ছেন। দৈনিক ৬ হাজার মুসলিম মসজিদটিতে প্রবেশ করতে পারছেন। কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী ১৮ অক্টোবর থেকে দৈনিক ১৫ হাজার করে মুসল্লি সেখানে ঢুকতে পারবেন।
কঠোর স্বাস্থ্যবিধি মেনে পবিত্র মসজিদ কাবা শরীফে ইবাদাতরত মুসল্লিরা
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চ মাস থেকেই বন্ধ ছিল মক্কার পবিত্র মসজিদ কাবা শরীফ। পরবর্তীতে কড়া নিরাপত্তার মধ্যে হজ অনুষ্ঠিত হয়। এবার ওমরা পালনেরও সুযোগ পাচ্ছেন মুসল্লিরা।
তবে অনলাইনের মাধ্যমে যারা সেখানে ঢোকার আবেদন জানাবেন, তারা মাত্র তিন ঘণ্টা ভেতরে অবস্থান করতে পারবেন। কাবা শরীফ ছোঁয়া যাবে না এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই তা প্রদক্ষিণ করতে হবে।
প্রত্যেক মুসল্লির সঙ্গে থার্মাল সেন্সর নিয়ে একজন করে স্বাস্থ্যকর্মী থাকবেন। সেখানে চিকিৎসক দলও নিয়োজিত থাকবে।
