দিনাজপুর বীরগঞ্জে ভাতিজার সাথে পরকীয়া প্রেমের টানে পালিয়ে যাওয়ায় চাচি সাবিনা ইয়াজমিনকে (৩০) ১ মাসের ও ভাতিজা আবু নাঈমকে (২৮) ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার বীরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন এই আদেশ প্রদান করেন।
ভাতিজা আবু নাইম উপজেলার সুজালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং দুই সন্তানের জনক। চাচি ছাবিনা ইয়াসমিন একই গ্রামের প্রতিবেশী আপন চাচা মিনারুল ইসলামের স্ত্রী এবং তিন কন্যা সন্তানের জননী।
বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন জানান, গত তিন দিন আগে ভাতিজা আবু নাঈম ও চাচি ছাবিনা ইয়াসমিন পরকীয়া প্রেমের টানে পালিয়ে গিয়ে বীরগঞ্জ পৌর এলাকার শান্তিবাগ বাবুর বাড়ি ভাড়া নিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন।
তিনি জানান, স্থানীয় এলাকাবাসী আবু নাইম ও চাচি ছাবিনা ইয়াসমিনের চালচলন সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল ঘটনা। পরে পুলিশ বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার জন্য সুজালপুর ইউনিয়ন পরিষদে প্রেরণ করে।
৫ নং সুজালপুর ইউপি চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় বলেন, আটক ভাতিজা আবু নাঈম ও চাচি ছাবিনা ইয়াসমিনকে সুজালপুর ইউনিয়ন পরিষদে পুলিশের উপস্থিতে নিয়ে আসা হয়। পরে উভয় পক্ষের অভিভাবকদের ডাকা হয়। কয়েক ঘন্টা বৈঠক করার পরও ভাতিজা ও চাচির পরকিয়া প্রেমের সমাধার না করার কারণে পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করা হয়।
তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার পরকীয়া প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ সত্য বলে প্রমাণিত হওয়ায় চাচি ছাবিনা ইয়াসমিনকে ১ মাসের ও ভাতিজা আবু নাইমকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।