নারায়ণঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে হতাহত ৩৫ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে মোট ১ কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রীর অনুদানের চেক নিজ নিজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এ জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়।
গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদের ভেতরে হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন এশার নামাজের জামাত মাত্র শেষ হয়েছে। এতে নামাজ পড়তে আসা অন্তত ৪০ জন মুসল্লি দগ্ধ হন। পরে গুরুতর আহত ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এখন পর্যন্ত মারা গেছেন ৩৩ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরতে পেরেছেন ১ জন।
তদন্ত ও বিশেষজ্ঞদের দীর্ঘ পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত হয়েছে, গ্যাসের লিকেজ থেকেই এমন মারাত্মক বিস্ফোরণের ঘটনা ঘটে। মসজিদ কমিটিসহ স্থানীয়দের অভিযোগ, তিতাস গ্যাস কর্তৃপক্ষকে এ ব্যাপারে বার বার জানানো হলেও তারা কর্ণপাত করেননি।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।