রাজধানীর তেজগাঁওয়ে এফডিসির পাশে মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে একজন নারী ও একজন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় জানা না গেলেও শুক্রবার মধ্যরাতে এক প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস এ খবর নিশ্চিত করেছে।
শুক্রবার দিবাগত রাত দুইটা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এরপর রাত আড়াইটার দিকে খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস। প্রথমে ৮ ও পরে ১৩ ইউনিট একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
মধ্যরাতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট। ছবি: সংগৃহীত
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মেহেদী হাসান বলেন, ‘আগুনে পুড়ে যে দুজনের মৃত্যু হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের মধ্যে একজন নারী ও আরেকজন শিশু। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
