দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে ইতালীয় এক পুলিশ কর্মকর্তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশি মেয়ে সুমাইয়ারা। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির কাম্পানিয়া বিভাগের অপরূপ বন্দরশহর সালেরনো’র মায়িও পৌর এলাকায় বিবাহবন্ধনে আবদ্ধ হয় দোমেনিকো-সুমাইয়ারা দম্পতি। এতে দেশটির বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসিত হচ্ছে এ নবদম্পতি।
স্থানীয় বাঙালি কমিউনিটির মাধ্যমে জানা যায়, বাংলাদেশি মেয়ে সুমাইয়ারা দেশটির প্রাচীন রাজধানী পিয়েমন্তের তোরিনো শহরের একটি ইনস্টিটিউটে পড়াশোনা করতেন। অপরদিকে বর দোমেনিকো তাম্বুররিনো একই শহরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্যারামিলিটারি পুলিশ ফোর্স ‘ক্যারাবিয়ান পুলিশ’র মার্শাল হিসেবে কর্মরত ছিলেন।
সেখানে প্রথম দেখা হয় তাদের। এরপর ভালোলাগা থেকে ভালোবাসায় পরিণত হলে শেষ পর্যন্ত সোমবার এ দম্পতির বিবাহের মাধ্যমে এ সম্পর্কের সফলতা হয়।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।