জনসভাকে ঘিরে গোটা বন্দরনগরী এখন মুখর। গতকাল রাত পর্যন্ত চলেছে নিরবচ্ছিন্ন প্রচার-প্রচারণা। ব্যানার-পোস্টার আর তোরণে ভরে গেছে নগরী, বিশেষ করে প্রধানমন্ত্রী যেসব সড়ক ব্যবহার করে জনসভায় যাওয়া-আসা করবেন, সেসব সড়কে ব্যানার-পোস্টার লাগানোর জায়গা নেই। ইতোমধ্যে নৌকার আদলে তৈরি করা হয়েছে জনসভার দৃষ্টিনন্দন মঞ্চ। ৩ হাজার ৫২০ বর্গফুটের এই মঞ্চে কমবেশি ২০০ মানুষ বসতে পারবেন। তবে যাঁরা মঞ্চে বসার সুযোগ পাবেন, তাঁদের দেখাতে হবে করোনা নেগেটিভ সনদ। জনসভা সামনে রেখে গতকাল শনিবার থেকেই পুরো নগরীতে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে অবস্থান নেওয়ার পাশাপাশি টহল দিচ্ছে পুলিশ। দায়িত্ব পালন করছেন পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা সদস্যরা। নিরাপত্তায় বসানো হচ্ছে আর্চওয়ে, ক্লোজ সার্কিট ক্যামেরা। ব্যবহার করা হবে ড্রোনসহ নানা প্রযুক্তি। সব মিলিয়ে গোটা নগরীকে নিরাপত্তাবলয়ে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। দীর্ঘ ১০ বছর ৯ মাস পর নগরীর কোনো জনসভায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়েছে। এর আগে ২০১২ সালের ২৮ মার্চ পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের উদ্যোগে মহাসমাবেশে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
যেসব ঘোষণা দিতে পারেন: নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে জনসভা আয়োজন করায় সেই জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী ঘোষণা কিংবা দিকনির্দেশনা দেন তা নিয়ে আলোচনার শেষ নেই। তবে আওয়ামী লীগের যু সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অবশ্য বলেন, ‘আওয়ামী লীগ যেহেতু জনগণের রায় নিয়ে সরকার গঠন করেছে, তাই জনগণের সামনে হাজির হওয়া আমাদের দায়িত্ব। দেশ আগে কোথায় ছিল, এখন কোথায় গেছে, আমরা জনগণের জন্য কী করেছি, দেশকে আমরা কোথায় নিয়ে যেতে চাই- এগুলো জনগণের সামনে উপস্থাপন করা জনগণের দল হিসেবে আমাদের দায়িত্ব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জনগণের নেত্রী, তিনি সেই কথাগুলো মানুষের সামনে তুলে ধরবেন।’ আর আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনও জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে আয়োজন করা জনসভা থেকে দলের নেতাকর্মীর উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।
আড়াল হয়ে গেছে নগরীর হতশ্রী চিত্র: কোনো এলাকা সফরে গেলে সেই এলাকার শ্রীহীন, জীর্ণদশা দেখার সুযোগ পান না প্রধানমন্ত্রী। কারণ তিনি যেসব পথ দিয়ে আসা-যাওয়া করেন, সেসব পথের হতশ্রী চিত্র যে রাতারাতি পাল্টে দেওয়া হয়। এবার বন্দরনগরী চট্টগ্রামেও তার ব্যতিক্রম ঘটেনি। খানাখন্দে ভরা সড়কে পড়েছে পাথর-বিটুমিনের নতুন প্রলেপ। সড়কের পাশের ফুটপাত থেকে তুলে দেওয়া হয়েছে হকারদের। রংহীন ফ্লাইওভারে লেগেছে রঙের ছোঁয়া।
প্রধানমন্ত্রীর দিনব্যাপী যত কর্মসূচি: সকালে ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সামরিক বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২২ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রাম স্টেডিয়ামে আসবেন। স্টেডিয়াম থেকে গাড়িতে করে পলোগ্রাউন্ডে জনসভায় যোগ দেবেন। জনসভা থেকে বাস্তবায়ন করা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করবেন এবং জনসভায় ভাষণ দেবেন।