ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাহাউদ্দীন নাছিমের সঙ্গে সোহেল তাজ কথা বলছেন এবং উপস্থিত নেতাদের আগ্রহ নিয়ে শুনছেন এমন একটি ছবি পোস্ট করেছেন অনেকে। এরপর শুরু হয়েছে নানারকম আলোচনা।
এ বিষয়ে জানতে চাইলে সোহেল তাজ আমাদের সময় অনলাইনকে বলেন, ‘দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে ইচ্ছে হলো। তাই পার্টি অফিসে যাওয়া। প্রবেশপথে কাদের ভাইয়ের সঙ্গে দেখা, নাছিম ভাইয়ের সঙ্গে কথা হলো। এ ছাড়া ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের সঙ্গেও দেখা হলো। এই তো আর কিছু না।’
আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘আওয়ামী লীগ সভাপতির কার্যালয় সবার জন্য উন্মুক্ত। এখানে বিভিন্ন পর্যায়ের মানুষ আসেন। সোহেল তাজও এসেছিলেন। তার তো আসতে নিষেধ নেই, তাই না? আমি বের হচ্ছিলাম। এমন অবস্থায় তিনি আসলেন। তাই কথা হলো। এটা বিশেষ কোনো মিটিং নয়।’